নীল চোখের সন্তান জন্মলাভের আশায় নিজের চোখের রঙ বদলে ফেললেন নারী!

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 months ago

89

নীল চোখের সন্তান হওয়ার আকাঙ্ক্ষায় নিজের চোখের রঙ পরিবর্তন করেছেন এক রাশিয়ান নারী। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই নারীর বিশ্বাস ছিল, যদি তিনি অস্ত্রোপচার করে নীল চোখের হয়ে যান, তবে তার সন্তানের চোখও নীল হবে।

এই উদ্দেশ্যে তিনি একটি অনুমোদিত নয় এমন কসমেটিক সার্জারি করান, যেখানে আইরিস ইমপ্লান্ট ব্যবহার করে চোখের রঙ পরিবর্তন করা হয়।

তবে বিশেষজ্ঞরা এই কাজকে বিপজ্জনক ও বৈজ্ঞানিকভাবে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। কারণ শিশুর চোখের রঙ জেনেটিক ফ্যাক্টরের ওপর নির্ভর করে, যা বাবা-মায়ের সার্জারি বা শরীরের পরিবর্তিত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে না।

চিকিৎসকদের সতর্কতা অনুযায়ী, এমন অস্ত্রোপচার দৃষ্টি কমে যাওয়া, কর্নিয়ার ক্ষতি এবং এমনকি অন্ধত্বের ঝুঁকি তৈরি করতে পারে।

এ ঘটনা রাশিয়ায় কসমেটিক সার্জারির নৈতিক ও বৈজ্ঞানিক সীমার বিষয়ে নতুন বিতর্কও সৃষ্টি করেছে।

সূত্র এক্সপ্রেস ট্রিবিউন