নূর জামে মসজিদের শুভ উদ্বোধন শিবগঞ্জ

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

5

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান পূর্বপাড়ায় ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের প্রত্যাশিত “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ নূর জামে মসজিদ”-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান মসজিদ কমিটির সভাপতি মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য, গাবতলীর কৃতি সন্তান মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মো. আরিফুর রহমান (মজনু), আহ্বায়ক, গাবতলী উপজেলা যুবদল, মো. আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাবতলী পৌর যুবদল, মো. মোহতাছিন বিল্লা (মুন), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাবতলী উপজেলা ছাত্রদল, মো. আগানিহাল বিন জলিল তপন, সাবেক চেয়ারম্যান, কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, মো. হাফিজুর রহমান (হিরু), সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা যুবদল, মো. হারুনুর রশিদ, সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল। আরও উপস্থিত ছিলেন আব্দুল হালিম মন্ডল, রফিকুল ইসলাম, আতাউর রহমান, আজমল হোসেন বাবু, ইসমাইল হোসেন, রবিউল আলম লিটু, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান হাবি, সফল হোসেন, আব্দুল খলিল, আছালত জ্জামান, সাদ্দাম হোসেন, মোকছেদুর রহমান, তরিকুল ইসলাম পিন্টু প্রমুখ।

এছাড়াও স্থানীয় মুসল্লিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, বাবলু মিয়া, বেলাল উদ্দিন, জালাল উদ্দিন, মাওলানা মামুনুর রশিদ, রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম মানিক, শাফিকুর রহমান জনি, হোসেন আলী, কাজল আহম্মেদ, বেলাল হোসেন, রেজাউল করিম, সুমন মিয়া, বিপ্লব মিয়া, আনোয়ার হোসেন রানা, আল আমিন, এনামুল হোসেন, গোলাম মোস্তফা নয়ন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে মসজিদ, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।