পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 weeks ago

131

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থী।

বুধবার (১৯ নভেম্বর) মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বরইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইয়াসিন শেখ (১১)। সে বরইহাটি গ্রামের আশরাফ মিয়ার ছেলে।

ওসি মো. মোস্তফা কামাল বলেন, ব্যাডমিন্টন খেলা নিয়ে গ্রামের দুটি গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এ সময় দশম শ্রেণির একজন শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে দৌড়ে বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে আসে এবং ইয়াসিনের ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, স্থানীয়রা ইয়াসিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় পথে সে মারা যায়। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং অভিযুক্ত শিক্ষার্থীও আটক হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।