পটুয়াখালী জেলার ৩টি উপজেলায় ৩৭ তম বিসিএস ( প্রশাসন) ক্যাডারের ৩টি উপজেলায় তিন জন মহিলা নির্বাহী অফিসার একসময় যোগদান করেছেন।
মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক ড. শহীদ মোহাম্মদ হোসেন চৌধুরী এর দপ্তরে ৩৭ তম বিসিএস ( প্রশাসন) ক্যাডারের নতুন তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেছেন।
যোগদানকৃত তিন নির্বাহী অফিসার হলেন পটুয়াখালী সদর উপজেলায় রওজাতুন জান্নাত, মির্জাগঞ্জ উপজেলায় মোছাঃ মলিহা খানম, দুমকি উপজেলায় মোছাঃ ফরিদা সুলতানা। জেলা প্রশাসন সূত্রে জানাগেছে উক্ত তিন জন উপজেলা নির্বাহী অফিসারই ৩৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের অফিসার।
এ ছাড়াও জেলার রাঙ্গাবালী উপজেলায় মোঃ নাহিদ ভূঞা, বাউফল উপজেলায় সালেহ আহমেদ ও দশমিনা উপজেলায় মোঃ সাইফুল ইসলাম নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন বলে সংশ্লিস্ট সূত্রে জানাগেছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়