পটুয়াখালী ডিসি কার্যালয়ে ইমামদের গণভোট মতবিনিময় সভা অনুষ্ঠিত

: জুয়েল রানা ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি
প্রকাশ: 3 weeks ago

104

পটুয়াখালী নির্বাচনী সচেতনতায় ধর্মীয় নেতৃত্বের দায়িত্বশীল সমর্থন!পটুয়াখালী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে পটুয়াখালী জেলার ইমাম ও খতিবদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় জেলা প্রশাসক সভাপতিত্ব করেন। গণভোটের প্রস্তুতি, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়।সভায় জেলার শীর্ষস্থানীয় ইমামরা উপস্থিত হয়ে গণভোটের মাধ্যমে জুলাই চার্টারের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন। জেলা প্রশাসক সকল ইমামকে মসজিদ-মাদ্রাসা কেন্দ্র করে ভোটার শিক্ষা ক্যাম্পেইন চালানোর আহ্বান জানান। সভায় সিদ্ধান্ত হয়, ইমামগণ জুমার নামাজে গণভোটের প্রচার করবেন এবং ১২ ফেব্রুয়ারি ভোটদানকে রাষ্ট্রীয় কর্তব্য হিসেবে তুলে ধরবেন।২০২৬-এর নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কারের কী পদক্ষেপ। পটুয়াখালী-৩ সহ জেলার সকল আসনে প্রস্তুতি জোরকদমে চলছে। ইমামদের এ সমর্থন গণভোটকে সফলতার দিকে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।পটুয়াখালীর এ উদ্যোগ রাষ্ট্রীয় পর্যায়ে অনুকরণীয়। জেলাবাসী গণভোটে অংশগ্রহণ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে।