পদ্মায় জেলের জালে উঠে এলো ২৫ কে‌জির পাঙাশ, বিক্রি কত?

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 4 months ago

71

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে বিশাল ২৫ কেজির পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। স্থানীয় জেলে রতন হাওলদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পদ্মা নদীর মোহনায় কলার বাগান এলাকায় মাছটি ধরা পড়ে।

চাঁদনী মৎস্য আড়ৎদার চান্দু মোল্লা কালবেলাকে জানান, সকালে রতন হাওলাদার ২৫ কেজির পাঙ্গাশ মাছ ধরেছে খবর শুনে নদীতে গিয়ে মাছটি নিয়ে আসি। দৌলতদিয়া মহন মন্ডল আড়ৎতে উম্মুক্ত নিলামের মাধ্যামে ২৫০০ টাকা কেজি দরে সর্বোচ্চ দরদাতা হিসাবে ৬২ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করি।

কিছুক্ষণ পরই মোবাইলে মাধ্যমে যোগাযোগ করে ঢাকায় এক আমেরিকান প্রবাসী কাছে মাছটি ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করে দেই।