সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসি খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাসি খাতুন (২৩) উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে এবং শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়ার জাকারিয়া হোসেনের স্ত্রী। তিন বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এ দম্পতির এক ছেলেসন্তান রয়েছে।
নিহত হাসি খাতুনের মা সেলিনা খাতুন বলেন, বিয়ের পর থেকেই হাসি খাতুন ও জাকারিয়ার মধ্যে সমস্যা তৈরি হয়। হাসির স্বামী জাকারিয়ার সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি আমার মেয়ে জেনে যাওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এ মনোমালিন্য থেকেই শনিবার রাতে শ্বাসরোধ করে হত্যা করে।
তিনি আরও বলেন, আমাদের জানানো হয়, হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে আমরা ওই বাড়িতে গেলে তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এদিকে অভিযুক্ত জাকারিয়া এবং তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারিছুর রহমান কালবেলাকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
Copyright © 2025 chalonbilersomoy. All rights reserved.