পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 5 months ago

76

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঁচজন মহাপরিচালকের (ডিজি) দপ্তর রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মো. নুরল ইসলাম রাষ্ট্রাচার প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। পাশাপাশি তিনি উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে শাহ্ আসিফ রহমানকে। সাধারণ সেবা অনুবিভাগের মহাপরিচালক হয়েছেন এ এফ এম জাহিদ-উল-ইসলাম।

এ ছাড়া পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন কবীর।

জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে এস এম মাহবুবুল আলমকে; তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।