পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ নগরভবন ঘেরাও

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 months ago

72

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘেরাও করে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ নামক সংগঠন। বুধবার (০৮ অক্টোবর) দুপুরে সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণসহ পাঁচ দফা দাবিতে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে গেছে। বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। ড্রেন সংস্কারের কাজ ২ মাসের পরিবর্তে ৬ মাসেও শেষ হচ্ছে না। আমরা জনভোগান্তিহীন উন্নয়ন চাই। বিগত ২ বছর ধরে ময়লা পানি খেতে হচ্ছে।

তিনি বলেন, পানির বিল দিয়ে আমরা ময়লা পানি খাব কেন। বিশুদ্ধ পানি সরবরাহ করতে না পারলে বিল বন্ধ রাখা হোক। এ সময় তিনি উন্নয়ন কাজে ঠিকাদারদের গাফিলতির অভিযোগ তোলেন। আগামী ১৫ দিনের মধ্যে বাসযোগ্য নগরী করতে না পারলে আমরণ অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধন শেষে, জনভোগান্তিহীন পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, বিশুদ্ধ পানি সরবরাহ ও কর প্রত্যাহার এবং জলাবদ্ধতা নিরসন করার দাবি জানিয়ে সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় প্রধান নির্বাহী জাকির হোসেন উপস্থিত ছিলেন।