পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

: পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ: 1 week ago

45

পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ক্যালিকো কটন মিলের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোগাছি ইউনিয়নের জহিরপুর মাদ্রাসা মাঠে একটি ইসলামী জলসা চলছিল। প্রায় এক মাস আগে ক্যারম বোর্ড খেলা নিয়ে জীবন গ্রুপ ও সুইট গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে জলসা চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি তখন শান্ত হলেও পরে উত্তেজনা আবারও বাড়ে।

জানা যায়, সুইট গ্রুপের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে জীবন গ্রুপের পাড়ার সামনে দিয়ে যাওয়ার সময় পথরোধ করা হলে আবারও সংঘর্ষ বাঁধে। এসময় সুইট তার সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে জীবনকে গলায় আঘাত করে সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জীবনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তদের বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।