পাবনা- ঈশ্বরদী মহাসড়কের সুগার মিলের সামনে মোটরসাইকেল থ্রি হুইলার (সিএনজির) মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুত্বর আহত হয়েছেন। ২৭ আগস্ট (বুধবার) দুপুরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের দেয়া তথ্য অনুসারে, স্থানীয় এক নারী পথচারী সড়ক পার হতে গিয়ে এক মোটরসাইকেলের সাথে বেধে পরে যায়। এর পরে সেখানে ঈশ্বরদী মুখি একটি সিএনজি থ্রি হুইলার গিয়ে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাতজন আহত হন। ঘটনার পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, ঈশ্বরদী দাশুড়িয়া এলাকার ইনতাইয়ের ছেলে নিতাই (৩০), চাটমোহর এলাকার শিমু (২৪), একই এলাকার মিজান (৩৪), দাশুড়িয়া এলাকার নিলয় (০৬), একই এলাকার মোনয়ার হোসেন (৫৫)। বাকী তিন জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে পাবনার ঈশ্বরদী মডার্ন রুপপুর পারমানবিক ফায়ার স্টেশনের লিডার মোঃ আব্দুস সালাম বলেন, স্থানীয়দের দেয়া তথ্য অনুসারে ঘটনা স্থলে গিয়ে আমরা তাদের উদ্ধার করি। মোটর সাইকেল, থ্রি হুইলার ও একজন পথচারীর মধ্যে এই ঘটনা ঘটে। সবার অবস্থায় বেশ গুরুত্বর। দ্রুত তাদের চিকিৎসার জন্য আমরা পাবনা সদর হাসপাতালে নিয়ে আসি। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। অনেকের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত কেউ মৃত্যু বরণ করেনি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়