
পাবনার চাটমোহরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১০ম গ্রেডসহ তিন দফা দাবির বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পরে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক রবিউল করিম, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, শিক্ষক নেতা শাহরিয়ার কবির, আব্দুল মতিন, মোতালেব হোসেন, মোক্তার হোসেন, শ্রাবন্তী রহমান, নাসরিন আক্তার পাপড়ী প্রমুখ।
উপস্থিত শিক্ষকরা বলেন, “যতোই প্রধান শিক্ষক বা অভিভাবক দিয়ে পরীক্ষা নেওয়া হোক, এতে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। এতে আমরাও কষ্ট পাচ্ছি। আমরা দেশের ভবিষ্যত গড়ার কারিগর। অথচ আমাদের অবহেলা করা হচ্ছে। আমরা হেরে যাওয়ার জন্য রাস্তায় নামিনি। কতজনকে শোকজ করবে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব। আমাদের দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শার্ট ডাউন কর্মসূচি পালন করব।”
উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজারেরও অধিক শিক্ষক এই মানববন্ধনে অংশ নেন।