পাবনার ফরিদপুর উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আকস্মিক হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ নভেম্বর) গভীর রাতে পৌর সদরের থানাপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত উপজেলা বিএনপির অফিসে ঢুকে চেয়ার-টেবিল, দরজা ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকুল অভিযোগ করে বলেন, রাতের আধারে আমাদের অফিসে হামলা চালানো হয়েছে। অফিসের চেয়ার-টেবিল, দরজা এমনকি টেলিভিশন পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। অফিসের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণও করা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে।
অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত হলেও গুলিবর্ষণের তথ্য এখনো যাচাই করা হয়নি। তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। তদন্তের পরই বলা যাবে হামলাটি অভ্যন্তরীণ নাকি বহিরাগতদের।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়