পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ প্রদশর্নীয় অনুষ্ঠান ও আলোচনা সভা

: বাবুল আকতার (উপজেলা প্রতিনিধি) ভাঙ্গুড়া
প্রকাশ: 4 days ago

136

ভাঙ্গুড়া উপজেলা প্রাণীসম্পদ প্রদশর্নীয় ২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, জনাব তাপস পাল উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গুড়া পাবনা, সভাপতি করেন ডঃ রুমানা আক্তার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ভাঙ্গুড়া পাবনা। মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী,জেলা ও উপজেলা পর্যায়ে প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে হয়েছে। যার মধ্যে রয়েছে প্রাণীসম্পদ প্রদশর্নীয়, সেমিনার, আলোচনা সভা এবং প্রাণীসম্পদ বিষয় নিয়ে প্রশিক্ষণ।

প্রাণীসম্পদ প্রদশর্নীতে বিভিন্ন প্রাণী, যেমন গরু, ছাগল, হাস,মুরগী, ঘোড়া, মহিষ,খোরগস,এবং দুগ্বজাত খাবার ও বিভিন্ন কোম্পানির ঔষধ প্রদর্শন করা হয়।এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা তাদের প্রাণীসম্পদের দক্ষতা ও শক্তি প্রদর্শন করে।

ভাঙ্গুড়া উপজেলার প্রাণীসম্পদের কর্মকর্তা ডাঃ রুমানা আক্তার তিনি বলেন প্রাণী আমাদের জাতীয় সম্পদ।
তাই প্রতি টি পরিবারের সবাই হাস,মুরগী, গরু,ছাগল, পালন করবেন। নিজে উন্নতি হলে দেশ উন্নয়ন হবে।
সব শেষে তিনি বলেন,দেশিও যার উন্নয়নের প্রযুক্তি,
প্রাণীসম্পদের হবে উন্নতি।