জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিসংখ্যান অফিসার। বক্তারা তাদের বক্তব্যে সমাজসেবার গুরুত্ব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা এবং সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলার গরিব ও অসহায় বয়স্ক মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া জনগোষ্ঠী এবং এতিম শিশুরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, সমাজসেবার মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়