পাবনা জেলার সাথিয়া উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। সাথিয়ার হাপানিয়া রামচন্দ্রপুর গ্রামে আপন সন্তান ও পুত্রবধূ মিলে বৃদ্ধা মাকে অমানবিকভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জেরে নজরুলের জন্মদাত্রী বৃদ্ধা মাকে নির্যাতন করে আসছিল। সম্প্রতি তারা গর্ভধারিণী মাকে ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায়। এ সময় পরিবারের অন্য কেউ প্রতিবাদ করলে তাদেরও হুমকি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে তা পুলিশ ও সেনাবাহিনীর নজরে আসে। দ্রুত অভিযান চালিয়ে নজরুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সাথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)।
ঘটনার পর স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা বলেন, এ ধরনের অমানবিক নির্যাতন মানব সমাজে কলঙ্ক। মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক, তাকে নির্যাতনের ঘটনা অকল্পনীয় ও অগ্রহণযোগ্য। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাবনা জেলা পুলিশ সুপার বলেন, “ভিডিও ভাইরাল হওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। তারা যে অপরাধ করেছে, তার কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”
বর্তমানে নির্যাতনের শিকার বৃদ্ধা নারীকে স্থানীয়দের সহায়তায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সমাজের সর্বস্তরে নিন্দার ঝড় উঠেছে এবং অনেকে তার পাশে দাঁড়ানোর জন্য মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়