আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসনে এখন পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন বিএনপি মনোনীত, একজন জামায়াতে ইসলামী মনোনীত এবং অপরজন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা। গত দুই দিনে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আলী আছগার ভাঙ্গুড়া উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিনে চাটমোহর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা।
অপরদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোহর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কার্যালয় থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই পাবনা-৩ আসনের গ্রাম ও শহরের চায়ের দোকানগুলোতে ভোটের হিসাব-নিকাশ নিয়ে আলোচনা জমে উঠেছে। কর্মী-সমর্থকরা তর্ক-বিতর্কে নিজেদের দলীয় প্রার্থীদের এগিয়ে রাখার চেষ্টা করছেন। যদিও সাধারণ ভোটাররা এখনো প্রকাশ্যে তেমন মতামত দিচ্ছেন না। তবে সংশ্লিষ্টদের ধারণা, এবারের নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ ও ভোট একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়