আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে হাসান জাফির তুহিনকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আজ আনুষ্ঠানিকভাবে ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের অনুমোদনের পর হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে অভিনন্দন জানান।
প্রতীক গ্রহণের পর হাসান জাফির তুহিন বলেন, “ধানের শীষ মানুষের গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের প্রতীক। জনগণের পাশে থেকে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করাই আমার লক্ষ্য।”
এদিকে তার প্রার্থিতা ঘোষণার পর এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে বিএনপি সমর্থকদের মধ্যে। তারা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়