পালিকান্দা খয়রাপুকুর বাজারে পথসভা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া, ধানের শীষে লিফলেট বিতরণ

: চলনবিলের সময়
প্রকাশ: ২ মাস আগে

4

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা খয়রাপুকুর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)।

বিশেষ অতিথিবৃন্দ:- জনাব মতিয়ার রহমান মতিন, তিনবারের সাবেক মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি, এম এ মান্নান, আহ্বায়ক, জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা। এবিএম শাহিনুর ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক, বিহার ইউনিয়ন বিএনপি, আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, আবু জাফর, সাবেক সদস্য, রায়নগর ইউপি ও যুবদল নেতা, সরকার আতিকুর রহমান সোহেল – সাবেক প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জাতীয়তাবাদী সমবায় দল, ওয়ারেছ আলী, সদস্য, উপজেলা বিএনপি, বাদশা মিয়া, সভাপতি, রায়নগর ইউনিয়ন তাঁতী দল।

ছাত্রদল ও যুবদলের মধ্যে উপস্থিত ছিলেন:- মো. হারুনুর রশিদ (সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল), মো. জাকারিয়া ইসলাম বিপ্লব (সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল), আবু বক্কর সিদ্দিক তারেক (সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবদল), মো. আনারুল ইসলাম আকন্দ (নির্বাহী সদস্য, শিবগঞ্জ থানা বিএনপি), মো. আব্দুর বাছেদ, হাদিউল ইসলাম জিকো (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল), হাবিবুল্লাহ মেজবাহ সৈকত (সাবেক যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর যুবদল), হাসিন আরমান মাহিন (যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ ছাত্রদল), সরকার নূরনবী, (উপজেলা ছাত্রদল নেতা), শাকিল মিয়া (আহ্বায়ক, উপজেলা সমবায় দল), পিন্টু (সাবেক সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপি), তোজাম্মেল হক (সাবেক সদস্য, ইউনিয়ন বিএনপি), আইফুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী, মহাস্থান), রঞ্জু ইসলাম (সাবেক ছাত্রদল নেতা), মাহমুদুল রহমান মান্না (পৌর বিএনপি), চাঁন মিয়া (পৌর যুবদল নেতা)। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ:- মন্তেজার রহমান মিঠু, মোকাররম হোসেন মিন্টু, হিরা, মো. মতি, মো. সাজু মিয়া, মো. আলাবক্ম চৌধুরী, রাহাত, ওমর ফারুক ইসলাম, সোহাগ হোসেন ও মো. রনি ইসলাম।

বক্তৃতা ও অঙ্গীকার:- সভায় প্রধান অতিথি বলেন, “বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।” সভায় বক্তারা তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিবগঞ্জ উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পথসভা শেষে বিএনপি নেতৃবৃন্দ এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ভাগাভাগি করার অঙ্গীকার ব্যক্ত করেন।