ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি।
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেরা ৩২- এর লড়াইয়ে ভারতের ভেংকট সানী নাগা-সাই প্রুধভি সারানাম জুটিকে সরাসরি ২১-৮ ও ২১-১৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন লাল-সবুজের প্রতিনিধিরা।
ভারতের প্রতিযোগিরা রিয়াদুল-তনয়ের সামনে দাঁড়াতেই পারেননি। আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসরে এটি তাদের সেরা সাফল্য। তৃতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে সেখানে নিজেদের সেরা সাফল্যকে স্পর্শ করতে পেরে দারুণ খুশি খুলনার ছেলে রিয়াদুল-তনয়। এই জয়ের মধ্য দিয়ে একটা প্রতিশোধ নেওয়া হলো তাদের। কদিন আগে ভারতীয় জুটির কাছে হেরেই বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। এবার সেই ভারতকে হারিয়েই শেষ ষোলোতে উঠে এলেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়