 
     পূজার আগেই রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।দুর্গাপূজা প্রায় দোরগোড়ায়, আর ঠিক এই মুহূর্তে বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের বেজোড়া উত্তর হিন্দু পাড়ার মানুষের কপালে চিন্তার ভাঁজ। এখানকার ঐতিহ্যবাহী জোড়া দুর্গা মন্দির এবং শিব মন্দিরের সামনের রাস্তাটির অবস্থা একেবারেই শোচনীয়। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা এই রাস্তাটি এখন এলাকাবাসীর কাছে এক বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পূজার আগেই রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।দুর্গাপূজা প্রায় দোরগোড়ায়, আর ঠিক এই মুহূর্তে বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের বেজোড়া উত্তর হিন্দু পাড়ার মানুষের কপালে চিন্তার ভাঁজ। এখানকার ঐতিহ্যবাহী জোড়া দুর্গা মন্দির এবং শিব মন্দিরের সামনের রাস্তাটির অবস্থা একেবারেই শোচনীয়। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা এই রাস্তাটি এখন এলাকাবাসীর কাছে এক বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সামনে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর এই সময়ে মন্দির প্রাঙ্গণের এমন বেহাল দশা দেখে ভক্ত ও দর্শনার্থীরা হতাশ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, আর তাতে ঝুঁকি বাড়ছে বয়স্ক ও শিশুদের।
এমন পরিস্থিতিতে স্থানীয়রা একজোট হয়ে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তাদের আকুল আবেদন, পূজার আগেই যেন রাস্তাটি সংস্কার করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়। তারা বিশ্বাস করেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যাটির সমাধান করবে, যাতে উৎসবের আনন্দ কোনোভাবেই ম্লান না হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়