পোস্টাল ব্যালট বিতরণ কবে থেকে, জানালেন প্রেস সচিব

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 1 week ago

44

আগামী ২১ জানুয়ারি দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশনে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন তালিকাভুক্ত হয়েছেন। দেশে ৭ লাখ ৬১ হাজার ২৪০ জন ও প্রবাসী ৭ লাখ ৮২ হাজার ৫৪২।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকে সপ্তাহে ৩ দিন ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করা হবে। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে প্রস্তুতির সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে আপডেট জানানো হবে।

নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন প্রশিক্ষণও চলছে। প্রত্যেকটি জেলা-উপজেলায় মনিটরিং ব্যবস্থা থাকবে। এ ছাড়া পুলিশ, আনসার, কোস্টগার্ডের ট্রেনিংসহ জানুয়ারির মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, গণভোট এবং নির্বাচন বিষয়ে সচেতনতা বাড়াতে আলেম সমাজের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করা হয়েছে। প্রধান উপদেষ্টা আজ ৫০০ আলেমের সঙ্গে ঘরোয়া বৈঠক করেছেন। গণভোট নিয়ে সাড়া পেয়েছেন তাদের থেকে। মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহও উপস্থিত ছিলেন।