বগুড়ার শাজাহানপুরে রেললাইনের জন্য ভূমি অধিগ্রহণের নোটিশ বিতরণের সময় জনসমক্ষে ঘুষ নেওয়ার সংবাদ দৈনিক কালবেলায় প্রকাশ হয়। এরপরই ঘুষকাণ্ডে জড়িত দুই কর্মচারীকে শোকজ করেছেন জেলা প্রশাসন।
রোববার (৭ ডিসেম্বর) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক পি.এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্তরা হলেন—জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার চেইনম্যান তাজুল ইসলাম এবং অফিস সহায়ক সুফল মিয়া।
জেলা প্রশাসক ইমরুল কায়েস জানান, ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশের পরপরই তাদের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম চলমান। ঘটনাটির তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। অভিযুক্তদের শোকজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলার জামুন্না হাটখোলা এলাকায় অধিগ্রহণ করা জমির মালিকদের হাতে ৮ ধারার নোটিশ দেওয়া হচ্ছিল। নিয়ম অনুযায়ী, নোটিশ বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে হলেও অভিযুক্ত দুই কর্মচারী প্রত্যেক ভূমি মালিকের কাছ থেকেই ২০০–৩০০ টাকা করে ঘুষ আদায় করেন। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে নোটিশ প্রদানে গড়িমসি ও দুর্ব্যবহার করা হয়। ঘুষ নেওয়ার ছবিসহ সংবাদটি শনিবার দৈনিক কালবেলায় প্রকাশিত হলে প্রশাসন এসব ব্যবস্থা নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়