পাবনার ফরিদপুরে ঈদগা মাঠে নামাজ পড়া নিয়ে পূর্বের বিরোধের জেরে ফের দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার মধ্যপুঙ্গলী গ্রামে কুদরত গ্রুপ ও মোকলেস গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ঈদগা মাঠে নামাজ আদায়কালে সামনের সারিতে চেয়ার বসানো নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই সময়ের মারামারিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং পরে এ নিয়ে মামলা-মোকদ্দমাও হয়। পুরনো সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে আবারও উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন—কামাল হোসেন, ভুলু হোসেন, গিয়াস উদ্দিন, রমজান আলী, রবি প্রাং, শফিকুল, শওকত হোসেন, গাজ্জালী প্রাং, হালিম, গাজি প্রাং, নাহিদ, আ. হাকিম, সুরুজ প্রাং, রবি, সাইফুল, পান্না, নওসের, আ. মান্নান ও মোকলেস। আহতদের মধ্যে ১১ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে শওকত হোসেন, গাজ্জালী প্রাং ও রমজান আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়