ফরিদপুরে গাজ্জালী মুন্সী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

: ফরিদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 3 months ago

91

পাবনার ফরিদপুরে গাজ্জালী মুন্সী হত্যার প্রতিবাদে ও জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্য পুংগলী গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহতের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পূর্ববিরোধের জেরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত গাজ্জালী মুন্সীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

তবে নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, হত্যায় জড়িত মূল আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। তারা অভিযোগ করেন, পুলিশ এখনো মূল আসামিদের গ্রেপ্তারে তৎপর নয়। অবিলম্বে গাজ্জালী মুন্সী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের মেঝ ভাই ইউনুস আলী, আত্মীয় হারিম মুন্সী, নিহতের স্ত্রী শিউলি বেগম, মা বেলি খাতুনসহ অনেকে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।