
রংপুর, আর্ট এক্সিবিশন–২০২৫ এ চিত্রাঙ্কনে দ্বিতীয় স্থান অর্জন করেছেন পাবনা জেলার ফরিদপুর উপজেলার আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা
রংপুর, ১৩ ডিসেম্বর ২০২৫:
রংপুর গ্রুপের সহযোগিতায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে অনুষ্ঠিত হয়েছে “আর্ট এক্সিবিশন–২০২৫”। পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রদর্শনীতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতাটি শ্রেণিভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে C ক্যাটাগরি (শ্রেণি ৬–৮)-এর বিষয় ছিল “গাছ লাগানোর উপকারিতা”। এ ক্যাটাগরিতে আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ, ফরিদপুর, পাবনা থেকে অংশগ্রহণ করে বিচারকমণ্ডলীর রায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন সিরাতুল মুনতাহা নামের প্রতিযোগী।
প্রতিযোগিতায় অংশগ্রহণের কার্যক্রম শেষ হয় গত ০৫ ডিসেম্বর ২০২৫ ইং। পরবর্তীতে ১৩ ডিসেম্বর ২০২৫ ইং শনিবারে সন্ধ্যা ৭ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট,মেডেল, পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নব প্রকাশ আর্ট একাডেমি ( আদিবার আঁকিবুঁকি )-এর পরিচালকবৃন্দ, আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজের চিত্রাঙ্কন শিক্ষিকা আসমানী গুলতেকিন এবং প্রতিষ্ঠানের পরিচালক মোঃ তাওহিদ হোসেন। তাঁদের দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে।
উল্লেখ্য, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সচেতনতা বিষয়ক শিল্পকর্মগুলো প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।