ফেসবুকে নতুন ফিচার চালু করল মেটা, ব্যবহারে উপকার কী জেনে নিন

: অনলাইন ডেস্ক
প্রকাশ: 3 months ago

107

এবার ফেসবুকে ‘ফ্যান চ্যালেঞ্জ’ ও ‘কাস্টমাইজড টপ ফ্যান ব্যাজ’ নামে নতুন দুটি ফিচার চালু করেছে মেটা। প্রতিষ্ঠানটির আশা, এর মাধ্যমে প্রিয় ক্রিয়েটরদের সঙ্গে ভক্তদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

কী এই ফ্যান চ্যালেঞ্জ

নতুন ফিচারটির মাধ্যমে যে কোনো ক্রিয়েটর তাদের ফলোয়ারদের উদ্দেশে নির্দিষ্ট চ্যালেঞ্জ দিতে পারবেন। ফলোয়াররা সেই চ্যালেঞ্জে অংশ নিতে পারবেন নিজের তৈরি রিল বা পোস্টের মাধ্যমে। পরে সেই কনটেন্টে যত বেশি রিঅ্যাকশন পড়বে, তা একটি লিডারবোর্ডে র‌্যাঙ্কিং আকারে দেখানো হবে। ফলে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া পাওয়া কনটেন্ট শীর্ষে থাকবে। এতে ভক্তদের অংশগ্রহণ ও আগ্রহ দুটোই বাড়বে।

আগে থেকেই টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে এ ধরনের চ্যালেঞ্জ জনপ্রিয়। নাচের চ্যালেঞ্জ থেকে শুরু করে ট্রেন্ডিং অডিও ব্যবহার—সবই সেখানে নিয়মিত ঘটে। এবার ফেসবুক সেই অভিজ্ঞতাকে আনুষ্ঠানিক রূপ দিচ্ছে। প্রতিটি চ্যালেঞ্জের জন্য আলাদা পেজ থাকবে, যেখানে চ্যালেঞ্জ ঘিরে তৈরি সব কনটেন্ট একসঙ্গে দেখা যাবে।

একটি উদাহরণ হিসেবে ফেসবুক জানায়, কোনো রান্নাবিষয়ক কনটেন্ট নির্মাতা ভক্তদের আহ্বান জানাতে পারেন যে, ‘আপনার প্রিয় বাটার চিকেন রেসিপির ভিডিও বানান।’

পরীক্ষামূলকভাবে এই ফিচার ব্যবহার করেছেন জনপ্রিয় ক্রিয়েটর ক্যালেন অ্যালেন। তার ৩৬ লাখ ফলোয়ারকে তিনি আহ্বান জানিয়েছিলেন, ‘তোমার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে একটি ভিডিও বানাও।’ ওই চ্যালেঞ্জে ৫২০টি ভিডিও জমা পড়ে। মেটার তথ্যমতে, তিন মাসের পরীক্ষায় মোট ১৫ লাখ চ্যালেঞ্জ ভিডিও জমা পড়েছে।

কাস্টমাইজড টপ ফ্যান ব্যাজ

চ্যালেঞ্জের পাশাপাশি এখন থেকে ক্রিয়েটররা তাদের ‘টপ ফ্যান ব্যাজ’ কাস্টমাইজ করতে পারবেন। আগে ফেসবুক থেকে স্বয়ংক্রিয়ভাবে এই ব্যাজ দেওয়া হলেও এবার ক্রিয়েটরদের হাতেই তা সাজিয়ে নেওয়ার সুযোগ মিলছে। ইতোমধ্যে এই ফিচার ব্যবহার শুরু করেছেন জনপ্রিয় শিল্পী কার্ডি বি ও জে বালভিন।

মেটার লক্ষ্য

ইনস্টাগ্রাম দীর্ঘদিন ধরেই ক্রিয়েটরকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। সম্প্রতি তারা ৩০০ কোটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক উদ্‌যাপন করেছে। অন্যদিকে, ফেসবুক সাধারণত এলোমেলো কনটেন্ট দেখার প্ল্যাটফর্ম হিসেবেই বেশি জনপ্রিয়। তবে মেটার নতুন উদ্যোগগুলো ইঙ্গিত দিচ্ছে, ফেসবুককেও ক্রিয়েটরদের জন্য শক্তিশালী জায়গা হিসেবে গড়ে তুলতে চাইছে তারা। আর এবার সেই কাজ হবে মানুষের মাধ্যমে, বট নয়।

উল্লেখ্য, গত সপ্তাহেই মেটা তাদের এআই অ্যাপে রিলস-স্টাইল ভিডিও ফিড চালুর ঘোষণা দিয়েছে। সেখানে শুধুই এআই-তৈরি ভিডিও দেখা যাবে।

তথ্যসূত্র : টেকক্রাঞ্চ