বগুড়ায় আজিজুল হক কলেজের লেক পরিষ্কার করল ছাত্রদল

: বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: ৫ ঘন্টা আগে
বগুড়ায় আজিজুল হক কলেজের লেক পরিষ্কার করল ছাত্রদল। ছবি

15

বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন লেকটি ফিরে পেল আগের রূপ। সোমবার (২৭ অক্টোবর) লেকটিতে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কারের এ উদ্যোগে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মী ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এতে সার্বিক সহযোগিতা করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান।

জানা যায়, লেকের পরিবেশ দূষিত হওয়ায় এবং কচুরিপানার কারণে সৌন্দর্যহানি ঘটায় কলেজ ছাত্রদল নেতাকর্মীরা এ উদ্যোগ নেন।

বেলা ১১টার দিকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা লেকের পানিতে নেমে কচুরিপানাসহ অন্যান্য আবর্জনা সরানোর কাজ করেন।

এ সময় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে হাত মেলান।
এ প্রসঙ্গে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়া বলেন, ‘এ কলেজ আমাদের প্রিয় বিদ্যাপীঠ। বোটানিক্যাল গার্ডেন ও লেক কলেজের অন্যতম আকর্ষণ। কিন্তু লেকটির করুণ অবস্থা দেখে আমরা আর চুপ থাকতে পারিনি। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে পরিবেশ রক্ষায় আমরা এগিয়ে এসেছি। ভবিষ্যতে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় আমাদের এই ধরনের কাজ অব্যাহত থাকবে।’

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামরুল সেলিম এ পরিচ্ছন্নতা কার্যক্রমে সার্বিক সহযোগিতা দেন। তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘কলেজের প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব। শিক্ষার্থীদের এমন সচেতনতামূলক কাজে এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়। বোটানিক্যাল গার্ডেন আমাদের গবেষণার স্থান। লেকের পরিবেশ ভালো থাকলে সেখানে নতুন উদ্ভিদ ও জলজ প্রাণীর সমাগম ঘটবে, যা শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রমেও সহায়ক হবে। এ উদ্যোগের জন্য আমি ছাত্রদল নেতাকর্মী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।’

পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সব বর্ষের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নেন। কলেজ ক্যাম্পাসে পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।