বগুড়ায় কৃষকের ৫ টি গরু চুরি

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ১ মাস আগে

10

বগুড়ার শেরপুর উপজেলায় এক কৃষকের গোয়াল ঘরের মাটির দেয়াল ভেঙে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রাম এলাকায়। গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক (৫৫) জানান, বৃহস্পতিবার রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

 

ভোররাতে ঘুম থেকে উঠে তিনি গোয়াল ঘরে গিয়ে দেখেন, সেখানে থাকা ৫টি গরু নেই। গোয়াল ঘরের মাটির দেয়াল ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।

​আব্দুর রাজ্জাক জানান, চুরি হওয়া গরুগুলোর মধ্যে ৩টি গাভী ও ২টি বাছুর ছিল। তাদের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। তিনি আরও বলেন, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একবার গোয়াল ঘর দেখে গেলেও, তখন সব ঠিকঠাক ছিল।

​এ ঘটনায় আব্দুল রাজ্জাক বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।