
সোমবার সন্ধ্যায় বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাতমাথা সংগঠন কার্যালয়ে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদিক আলী-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘা এবং হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মইদুল ইসলাম, সহ-সভাপতি সোমেশ জালাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া ও উজ্জল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক মন্ডল ইসলাম।
এছাড়াও, হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের শহর শাখার সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক হানিফ, সহসভাপতি মুক্তার হোসেন-সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।