বগুড়ায় জেলা পুলিশের উচ্ছেদ অভিযান: সাতমাথা ও স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ এলাকা দখলমুক্ত

: চলনবিলের সময়
প্রকাশ: 7 months ago

55

মঙ্গলবার (১লা জুলাই) বিকেলে বগুড়া শহরের সাতমাথা, স্টেশন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।

জেলা পুলিশের একটি দল বিকেল থেকে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা সাতমাথা, স্টেশন রোড এবং আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে অভিযান পরিচালনা করে। এসময় ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট, অবৈধ স্থাপনা এবং নির্মাণ সামগ্রী দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। যেসব স্থানে নির্দেশ অমান্য করা হয়েছে, সেসব স্থানে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং নাগরিকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।

 

এই অভিযানের ফলে শহরের যানজট কিছুটা কমবে এবং পথচারীদের জন্য ফুটপাত উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বগুড়ার সাধারণ জনগণ জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।