জীবিকার সন্ধানে বগুড়ায় এসে এক তরুণীর জীবনে নেমে এসেছে ভয়াবহ বিভীষিকা। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি জুট মিলে কর্মরত ২২ বছর বয়সী এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শনিবার (৩ জানুয়ারি) রাত ১২টার দিকে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা ওই তরুণী প্রায় দুই মাস আগে জীবিকার তাগিদে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কর্মস্থলের কাছাকাছি হওয়ায় তিনি স্থানীয় বাসিন্দা ডিপুল ওরফে বিপুল (৩০)-এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময় বাড়ির মালিক ডিপুল ও তার অজ্ঞাতনামা দুই সহযোগী জোরপূর্বক ভুক্তভোগীর কক্ষে প্রবেশ করে। পরে গামছা দিয়ে তার মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার সময় কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে দাবি করা হয়েছে।
চরম ভয় ও আতঙ্কে আক্রান্ত হয়ে ঘটনার পরপরই কাউকে কিছু না জানিয়ে ওই তরুণী গ্রামের বাড়িতে চলে যান। সেখানে পরিবারের কাছে পুরো ঘটনা জানালে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাতে থানায় এসে মামলা দায়ের করেন তিনি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি মোঃ ফরিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়