বগুড়া শহরে সম্প্রতি কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, আইন অমান্যকারী এক ব্যক্তি কোনো প্রশাসনিক পরিচয় ছাড়াই অত্যন্ত দম্ভের সাথে দায়িত্বরত পুলিশ সদস্যকে আ,ক্রমণাত্মক ভাষায় অপমান করছেন।
ঘটনা চলাকালীন ট্রাফিক পুলিশ সদস্যকে অত্যন্ত ধৈর্যশীল ও সংযত দেখা গেছে। তিনি উত্তেজিত না হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ওই ব্যক্তির ঔদ্ধত্য কমেনি। তবে একজন সরকারি কর্মচারীকে জনসম্মুখে এভাবে অপদস্থ হতে দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে—আইনের রক্ষক যদি নিজেই এভাবে হেনস্তার শিকার হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন কতটুকু সুনিশ্চিত?
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ নাগরিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, "হেডাম" বা ক্ষমতার দাপট দেখিয়ে যারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রশাসন কেন এই ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি, তা নিয়েও সাধারণ মানুষের মাঝে ধোঁয়াশা তৈরি হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। একই সাথে যেকোনো প্রভাবশালীর দাপট রুখে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা, তদন্ত সাপেক্ষে দ্রুত এই ব্যক্তিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়