বগুড়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা যুবদলের বর্ণাঢ্য স্বাগত মিছিল

: মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
প্রকাশ: 4 weeks ago

127

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ায় এক বিশাল ও বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিকেল ৩টার দিকে শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনের মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ‘পুলিশ প্লাজা’র সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকাসহ অংশগ্রহণ করেন। এসময় ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

মিছিল পরবর্তী সমাবেশে জেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, “জননেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। তাঁর বীরোচিত প্রত্যাবর্তনের অপেক্ষায় আজ সারা দেশের মতো বগুড়ার সাধারণ মানুষও প্রহর গুনছে।” নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, প্রিয় নেতার আগমনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।