বগুড়ায় দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করবে সুজন

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

14

দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুশাসনের অন্যতম উপাদান হিসেবে সমাজে শান্তি ও সম্প্রীতিকে গুরুত্ব দিয়ে সুজন তাদের স্বেচ্ছাসেবকদের ছোট ছোট দলে ভাগ করে দায়িত্ব বণ্টন করেছে।

প্রয়োজন অনুযায়ী তারা আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করবে।

​বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। পত্রে আরও উল্লেখ করা হয়, প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হবে।

​সুজন নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বগুড়ায় শারদীয় দুর্গাপূজা সফলভাবে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। একই সঙ্গে এটি সমাজে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।