বগুড়ায় ফুসকার দোকানে ফেলে যাওয়া মোবাইল উদ্ধার: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির চেষ্টা

: মজনু মিয়া (শাসুক্যা) প্রতিনিধি,বগুড়া
প্রকাশ: 1 week ago

45

​বগুড়া শহরের প্রাণকেন্দ্র পুলিশ প্লাজার সামনে একটি ফুসকা দোকানে হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন এক ব্যক্তি।
সিসিটিভি ফুটেজের সহায়তায় দ্রুততম সময়ে ফোনটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেন দোকান মালিক।
​​আজ (বুধবার) বিকেলে পুলিশ প্লাজা সংলগ্ন একটি ফুসকা দোকানে খাবার খেতে বসেন এক ব্যক্তি। খাওয়ার পর মনের অজান্তে তিনি তার মূল্যবান মোবাইল ফোনটি টেবিলের ওপর রেখে চলে যান।
​কিছুক্ষণ পর অন্য এক নারী সেখানে ফুসকা খেতে আসেন। তিনি পরিত্যক্ত ফোনটি দেখতে পান এবং সেটি মালিককে ফিরিয়ে দেওয়ার চেষ্টা না করে লোকজনকে না জানিয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী ফুসকার অর্ডার দিলেও ফোনটি পাওয়ার পর খাবার না খেয়েই দ্রুত চলে যান।
​মোবাইল ফোনের মালিক কিছুক্ষণ পর তার ফোন হারানোর বিষয়টি বুঝতে পেরে দোকানে ফিরে আসেন। খোঁজাখুঁজি করে ফোনটি না পেয়ে দোকানের মালিকের সহায়তায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। ফুটেজে দেখা যায়, ওই নারী ফোনটি তুলে নিয়ে দ্রুত প্রস্থান করছেন।
​ফুটেজ দেখে শনাক্ত করার পর দোকানের লোকজন ও স্থানীয়রা তাৎক্ষণিক আশপাশে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে ওই নারীকে খুঁজে বের করা হয় এবং তার কাছ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
​​ফোনটি উদ্ধারের পর দোকানের মালিক সেটি প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেন। দ্রুততম সময়ে নিজের শখের ফোনটি ফিরে পেয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী।
​দোকান মালিক জানান, ক্রেতাদের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা কতটা জরুরি, আজকের এই ঘটনাটি তার প্রমাণ। পাশাপাশি সাধারণ মানুষকে অন্যের ফেলে যাওয়া জিনিসের প্রতি লোভ না করার আহ্বান জানান তিনি।