বগুড়ায় বসতবাড়িতে হামলা, সিসি ক্যামেরা ভাঙচুর: ৮০ জনের গণস্বাক্ষরসহ থানায় মামলা

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

7

বগুড়া শহরের বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে এবং স্থানীয় ৮০ জন নারী-পুরুষ গণস্বাক্ষরের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

​হামলার বিবরণ ও মামলা দায়ের
​গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়ার মোঃ রাজিবুল হক মিল্টনের (৪৫) বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। মিল্টনের স্ত্রী মোছাঃ সোনিয়া বেগম (৩৫) তাদের বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে অভিযুক্তদের মাদক সেবনে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

​এর জের ধরে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা মিল্টনের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। হামলায় সোনিয়া বেগম গুরুতর আহত হন এবং তাকে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। এছাড়া, হামলাকারীরা জানালার কাঁচ, রান্নাঘর ও শয়নকক্ষের কাঁচ এবং বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করে। কাঁচের আঘাতে তাদের ৮ বছর বয়সী ছেলে সামি আহত হয়।

​অভিযোগ অনুযায়ী, ২ নম্বর আসামি সোনিয়া বেগমের গলা থেকে প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাটি বাড়ির সিসি ক্যামেরায় ধারণ করা আছে বলে বাদী জানিয়েছেন।

​এই ঘটনায় ভুক্তভোগী রাজিবুল হক মিল্টন বাদী হয়ে ৪ অক্টোবর শনিবার বগুড়া সদর থানায় মামলা (নং-১৮) দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে- মোঃ রাফি (৩৫), তার ভাই মোঃ রিংকু (৩৫), মোঃ রিমু (২৭) সহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে।
​স্থানীয়দের প্রতিবাদ ও গণস্বাক্ষর অভিযুক্তদের অন্যায় আচরণ ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়ার প্রায় ৮০ জন নারী-পুরুষ লিখিত গণস্বাক্ষরের মাধ্যমে প্রশাসনের কাছে আসামীদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

​ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।