বগুড়া সদর উপজেলার ফাঁপর ইউনিয়নে ক্ষ,,তিকর কেমিক্যাল ও চিনি মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার সকালে দক্ষিণপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে মোজাম্মেল মিয়া নামক এক ব্যবসায়ীর কারখানায় খেজুরের রসের সাথে নিষিদ্ধ হাইড্রোজ ও চিনি মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় উপস্থিত কর্মকর্তাদের নির্দেশে প্রায় ৫০ কেজি ভেজাল গুড় তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কাদের জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে অঙ্গীকার করেছেন। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলামসহ জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়