বগুড়ায় যুবককে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

: চলনবিলের সময়
প্রকাশ: 7 months ago

76

২৬ জুন বৃহস্পতিবার রাতে বগুড়া পৌরসভার বেজোড়া ঘাট এলাকায় শরিফুল ইসলাম ও হাফেজ শামসুদ্দোহা জুয়েলের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী শরিফুল ইসলাম ও হাফেজ শামসুদ্দোহা জুয়েলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় শরিফুল ও জুয়েল গুরুতর আহত হন। হামলাকারীরা তাদের হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে বলে অভিযোগ করেন বক্তারা।

উপস্থিত জনতা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসাথে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।