
বগুড়া শহরে ভয়াবহ সংঘাতের ঘটনায় এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ডের গণকবর এলাকায় ঘটে এই নৃশংস হামলার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে রবিনসহ তিনজন যুবকের ওপর আকস্মিক ও এলোপাতাড়ি হামলা চালায়। এতে রবিনসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে।
হামলার প্রতিবাদ ও প্রতিশোধ নিতে বৃহস্পতিবার বিকেল নাগাদ উত্তেজিত জনতা গণকবর সংলগ্ন উত্তর চালোপাড়া এলাকায় চড়াও হয়। বিক্ষুব্ধরা উত্তর চালোপাড়ার অন্তত সাত থেকে আটটি বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় বহু ঘরবাড়ি ও মূল্যবান সম্পদ।
একদিকে ধারালো অস্ত্রের হামলায় তিনজন গুরুতর আহত, অন্যদিকে প্রতিশোধে একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। চরম উত্তেজনা মোকাবেলায় প্রশাসন বিপুলসংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পুরনো শত্রুতা বা স্থানীয় কোন্দলের জেরেই এ হামলা ও পরবর্তী সহিংসতা সংঘটিত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে এমন নৃশংস ও বর্বরোচিত সংঘাতের ঘটনায় পুরো বগুড়া শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।