বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ

: শাজাহানপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২ সপ্তাহ আগে

7

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালের ১৩ জুলাই জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়েছে বগুড়ায়।

শনিবার বিকালে বগুড়া শহরের দ্বিতীয় বেতগাড়ি বাইপাস এলাকায় শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলীর আয়োজনে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, সহ-সভাপতি শরিফুল ইসলাম মুক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সেতু, দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন, বাণিজ্য সম্পাদক সৌরভ, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর হাসান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিন তালুকদার, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব বাদল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন লাবন, মিন্টু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, ১৩ নং ওয়ার্ড যুবদল সভাপতি রিপন প্রামানিক, ছাত্রদলের আহ্বায়ক মেহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, রাব্বি হাসান ও মুন্না হাসান।

এ ছাড়া ২১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন, শহর স্বেচ্ছাসেবক দলের শহিদুল ইসলাম শহীদ, সাগর কুমার রায়, সাজু, মো, মজনু মিয়া বাবু,, ফজলে রাব্বি, এনামুল হক মিন্টু, ফারুক আহমেদ চৌধুরী, নুরুজ্জামান হক, মোতালেব পাইকার, ফরিদ, শাফি, সবুজ, খুশি, উত্তম, তারিন, শাহেদসহ বনানী বাইপাস বন্দর কমিটি শ্রমিক দলের সভাপতি নূর হোসেন মন্ডল, হযরত আলী, রমজান আলী, আব্দুর রহিম সহ বিএনপির বিভন্নপর্যায়ের
নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নই হবে নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা।