বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল
:
মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি প্রকাশ: 1 month ago
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বগুড়ার দক্ষিণ বেজোড়া পশ্চিম পাড়া জামে মসজিদে কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ২১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতালেব শেখের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি চান, যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক মমিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিন, যুবদল নেতা সালাম, জাহিদুল রুমন, জামাল, সুজন, ইউসুফসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের কল্যাণ...
114
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বগুড়ার দক্ষিণ বেজোড়া পশ্চিম পাড়া জামে মসজিদে কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ২১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতালেব শেখের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি চান, যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক মমিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিন, যুবদল নেতা সালাম, জাহিদুল রুমন, জামাল, সুজন, ইউসুফসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের কল্যাণ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।