বগুড়ার আদমদীঘিতে নজিরবিহীন ঘটনা: নিজ পিতাই ধর্ষক!

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ২ সপ্তাহ আগে

8

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক নজিরবিহীন ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। যেখানে নিজ জন্মদাতা পিতার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ এনেছে তার ১৪ বছর বয়সী মেয়ে। জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করার পর অভিযুক্ত পিতাকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত সোমবার (তারিখ উল্লেখ নেই) আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লকু সিভিল কলোনি এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম মো. জিল্লুর রহমান (৩৮)।
​ঘটনার বিবরণ:

ঘটনার দিন জিল্লুর রহমানের স্ত্রী মোসা: মুন্নি (ওরফে সুমি) কিস্তির টাকা তোলার জন্য পার্শ্ববর্তী মালসনে গিয়েছিলেন। এই সুযোগে বাড়িতে আর কেউ না থাকায় জিল্লুর রহমান তার নিজ কন্যা, ভিকটিম (১৪)-কে ধর্ষণ করে।

​মা কিস্তির টাকা তুলে বাড়ি ফেরার পর মেয়ে তাকে পুরো ঘটনা খুলে বলে। এই ভয়াবহ ঘটনা শুনে মুন্নি দ্রুত জরুরি সেবার হটলাইন ‘৯৯৯’-এ কল করেন।

​কল পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় আদমদীঘি থানা পুলিশ। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান সঙ্গীয় এসআই মো. আ. মান্নানসহ ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দ্রুততার সাথে অভিযুক্ত জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​এ ঘটনায় আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মামলা নম্বর-১২।