বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা পাশে থাকতে হবে অসহায় মানুষের। তাই বগুড়ার জেলা যুবদলের ছুটে চলা গ্রাম থেকে অন্য গ্রামে। মঙ্গলবার সকালে জেলা যুবদলের নেতাকর্মিরা গাবতলী উপজেলার নেতাকর্মিদের সাথে নিয়ে চার জন অসহায় অসুস্থ ক্যান্সার ও হার্ট ফুটা রোগীর বাড়ীতে যান। সেখানে তারেক রহমান প্রদত্ত চিকিৎসা সহায়তা দেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন জেলা যুবদল। পরবর্তিতেও তাদের চিকিৎসা সহয়তায় পাশে থাকার অঙ্গিকার করেন তারা। যুবদল নেতাকর্মিরা গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া লাংলু গ্রামের দক্ষিনপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, লাংলু মধ্যপাড়া সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কানিপাড়া হাটের ফুটা রোগী আকমাত উল্লাহকে সহয়তা প্রদান করেন।পরে লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কওমী মাদ্রাসা এতিমদের আর্থিক সহযোগিতা করা হয়।
সহযোগিতা প্রদান কালে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় গাবতলীর মানুষের খোঁজ খবর রাখেন, আজকের সহযোগিতা তার নির্দেশে দিতে এসেছি । বেগম জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়াও চান তিনি। যুবদলের সাধারন সম্পাদক আবু হাসান সামনে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান। যাতে জনাব তারেক রহমান প্রধান মন্ত্রী হয়ে বগুড়াসহ দেশের উন্নযন কাজে করতে পারেন।
সহযোগিতা বিতরনকালে জেলা যুবদলের সহ সভাপতি ফেরদৌস আজম সুমন, যুগ্ম সাধারন সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, ইমরান হোসেন, মিল্লাত হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, দপ্তর সম্পদক সাজু আহম্মেদ রবি, সহ সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, রেদওয়ানুল হক হৃদয়, সাব্বির, যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, সহ সাংগঠনিক আলামিন জন, গাবতলী উপজেলার আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবাযক রুহিন হাসান, আনোয়ার হোসেন, দক্ষিনপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মিঠু, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়