বগুড়ার গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 3 weeks ago

80

বগুড়ার গাবতলী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) গাবতলী উপজেলা রিটার্নিং ও নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাইন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক নতুন, থানা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রইফ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।

মনোনয়নপত্র উত্তোলনের পূর্বে স্থানীয় শহীদ মিনারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।