বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভাধীন তালোড়া বাজারে এক মর্মান্তিক ডাকাতির ঘটনা ঘটেছে। গত মধ্যরাতে চাল ও ভূষি ব্যবসায়ী হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়, যাতে বিমলা পোদ্দার (৬৭) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
জানা যায়, অজ্ঞাতনামা একদল ডাকাত ঘরের টিনের চাল ভেদ করে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে বসবাসরত ৫ জন প্রবীণ ভাই-বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। ওই ৫ জনই ৬০ থেকে ৭০ বছর বয়সী, অবিবাহিত এবং এদের মধ্যে দুজন প্রতিবন্ধী ও অসুস্থ। ডাকাতেরা তাদেরকে মারধর করে এবং হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা ঘর তছনছ করে প্রায় ৩ লক্ষ টাকা ও ৩টি মোবাইল ফোন লুটে নেয়।
ডাকাতির সময় ডাকাতদের হাতে নির্মমভাবে শ্বাসরোধ করে খুন হন বিমলা পোদ্দার। নিহত বিমলা পোদ্দারসহ ওই বাড়িতে ৫ ভাই-বোন একসাথে বসবাস করতেন এবং তারা চাল-ভূষির ব্যবসা করতেন।
খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়