বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামে গত শনিবার দিবাগত রাতে দুইটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত ৮টায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মোঃ তারেক হোসেন ও মোঃ মিল্লাত হোসেনের বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের চেষ্টা চালায়।
ডাকাতির সময় স্থানীয় লোকজনের পক্ষ থেকে বাধার সম্মুখীন হয় দুষ্কৃতিকারীরা। পরিস্থিতি বেগতিক দেখে তারা উপস্থিত লোকজনের দিকে দাহ্য পদার্থ নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়