বগুড়ার শাজাহানপুরে এক গৃহকর্মীর বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রবিবার (২১ সেপ্টেম্বর, ২০২৫) শাজাহানপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী গৃহকর্মী মরিয়ম বেগমের বোন মমতা বেগম জানান, চলতি বছরের ৬ এপ্রিল মরিয়মকে একটি সাজানো চুরির মামলায় গ্রেপ্তার করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, ২৪ মার্চ তার গৃহকর্তা হাসান আলী মিয়া ও তার স্ত্রী হাফিজা খাতুন মরিয়মের বাড়িতে স্বর্ণালংকার খোঁজার জন্য তল্লাশি চালান। সে সময় তারা কিছু না পেলেও পরে মরিয়মকে তাদের বাড়িতে ডেকে নিয়ে বেদম মারধর করেন।
মমতা বেগমের অভিযোগ, মারধরের এক পর্যায়ে গৃহকর্তার কলেজ পড়ুয়া মেয়ে রান্নাঘর থেকে নিজেই গহনা বের করে এনে জানান, এগুলো মরিয়ম লুকিয়ে রাখেননি। এরপরও পুলিশকে দিয়ে সাজানো মামলায় মরিয়মকে ফাঁসানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রথমে পুলিশ মরিয়মকে উদ্ধার করে মুচলেকা নিয়ে ছেড়ে দিলেও তিন দিন পর একটি নতুন মামলা (নং-৪৪, ধারা: ৩৮০/৩২৩/৫০৬(২)) রেকর্ড করা হয়। এই মামলায় পুলিশ রিমান্ডে নিয়ে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায় করে।
এই মিথ্যা মামলার কারণে মরিয়মের তিন বছরের শিশু কন্যা চরম কষ্টে দিন কাটাচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয়ভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচারও চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে মমতা বেগম নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে, নির্যাতিত মরিয়ম ও তার শিশুকন্যার ভবিষ্যৎ সুরক্ষায় তিনি গণমাধ্যম কর্মীদের সহায়তাও চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়