বগুড়ার শাজাহানপুরে পরিত্যক্ত অবস্থায় নবজাতক ছেলে শিশু উদ্ধার

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: 2 months ago

62

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নয় মাইল এলাকা থেকে এক অজ্ঞাত নবজাতক ছেলে শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

​ বগুড়ার শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় রবিবার সকালে
​স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শাজাহানপুর থানা পিলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক সেবা প্রদান করে।

পরে ​উন্নত চিকিৎসার জন্য নবজাতকটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)
​ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করেন।

​ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুটি শারীরিকভাবে দুর্বল হলেও চিকিৎসকরা তাকে নিবিড় তত্ত্বাবধানে রেখেছেন। দ্রুত ও উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটির সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

​শিশুটিকে কে বা কারা ফেলে রেখে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে শাজাহানপুর থানা পুলিশ।

​পুলিশের বক্তব্য শিশুটির পরিচয় এবং তাকে পরিত্যাগের পেছনের কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

​এই ঘটনাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে স্থানীয় জনসাধারণ নবজাতক শিশুটির দ্রুত সুস্থতা কামনা করছেন।