বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

: মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
প্রকাশ: 3 weeks ago

67

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ নির্বাচনী কমিটি আড়িয়া ইউনিয়ন শাখার উপদেষ্টা ও চেয়ারম্যান এবং ন্যাশনাল সীডসের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন। ফাইনাল ম্যাচের উদ্বোধন করবেন বিশিষ্ট ঠিকাদার আব্দুর রশিদ।

অনুষ্ঠানের সভাপতি আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা এ টি এম শহিদুল ইসলাম (শহিদ) পৃষ্ঠপোষকতায় মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সভাপতি আব্দুল বাছেদ রঞ্জু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর যুব দলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু শাজাহানপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু), আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহসিন আলী, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোকছেদুল আলম, শাজাহানপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানে চলাকালে টুর্নামেন্টের আয়োজকরা বলেন, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফুলকোট ফুটবল বল একাদশকে ২-০ গোলে হারিয়ে চাঁদবাড়িয়া মানব কল্যাণ ফুটবল একাদশ বিজয়ের গৌরব অর্জন করেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে জনপ্রিয় এই ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে ব্যাপক ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যদের নিরলসভাবে সার্বিক সহযোগিতায় পুরো টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় স্থানীয় এলাকাবাসী সহ উপস্থিত দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।